আজকাল ওয়েবডেস্কঃ মুখের ত্বক ভাল রাখতে ক্রিম মাখা, স্ক্রাবিং করা ইত্যাদি নানা পরিচর্যা তো করছেন। কিন্তু হাতের কথা একেবারে ভুলে যান প্রায় প্রত্যেকেই। ঘন ঘন জল ঘাঁটা, হাতের যত্ন না নেওয়া এই সব কারণে অকালেই হাতে পড়তে পারে বয়সের ছাপ। এমনকি হাতের চামড়াও কুঁচকে যেতে পারে। শীতকালে অবস্থা আরও সঙ্গীন হয়ে যায়। তাই ঘরোয়া উপায়েই মসৃণ ও টানটান করতে পারেন আপনার হাতের ত্বক।

আগে থেকে দু'চামচ চিনিকে পিষে পাউডার তৈরি করে রাখুন। একটি পাত্রে চিনির গুঁড়োর সঙ্গে দু'চামচ করে অ্যালোভেরা জেল ও নারকেল তেল মিশিয়ে দিন। একটি ছোট প্যাকেটের শ্যাম্পু কেটে পুরোটা দিয়ে দিন। খুব ভাল করে সম্পূর্ণ মিশ্রনটি ফেটিয়ে পেষ্ট তৈরি করুন। সপ্তাহে তিনদিন এই মিশ্রণটি হাতে লাগিয়ে ৫-৬ মিনিট ম্যাসাজ করুন। তারপর ঈষৎ উষ্ণ গরম জলে ধুয়ে ফেলুন। আপনার হাত কুঁচকে যাবে না, চামড়া হবে টানটান ও কোমল। ট্যান উধাও হয়ে ত্বক হবে উজ্জ্বল।

ত্বকে জমে থাকা মৃত কোষ দূর করতে ওস্তাদ চিনি। নারকেল তেলের সঙ্গে চিনি মিশিয়ে আলতো হাতে মুখে ঘষুন। চিনি গলে না যাওয়া পর্যন্ত, আলতো হাতে মুখে ঘষতে থাকুন। ভাল করে স্ক্রাবিং হলে মৃত কোষ উঠে ত্বক হবে ঝলমলে। ত্বকের ঔজ্জ্বল্য ফেরাতে চিনির ভূমিকা অনেকটাই।